• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আইপিএলে দল পেলেন না মুশফিক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১২তম আসরের নিলামে অবিক্রিত থেকে গেছেন মুশফিকুর রহিম।  জয়পুরে আজ মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে তার নাম ঘোষণার পর টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নেয়নি কোনো দলই।

বাংলাদেশ থেকে এবার আইপিএলের নিলামে ছিলেন দু'জন খেলোয়াড়। তবে মুশফিকের নাম ডাকা হলেও মাহমুদুল্লাহর নাম ঘোষণা করা হয়নি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে ছাড়েনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতি না থাকায় আইপিএলে নাম দেননি মোস্তাফিজুর রহমান। এবারের নিলামে বাংলাদেশের রিয়াদ ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয় ৫০ লাখ রুপি।

বাংলাদেশ থেকে এবারের আইপিএলে নিবন্ধন করেন মোট ১০ জন। তাদের মধ্যে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে রাখা হয় নিলামে। এর আগে ২০১৬ সালে আইপিএলের নিলামে উঠেছিলেন মুশফিক।  কিন্তু দল না পাওয়ায় আইপিএলের স্বাদ নেওয়া হয়নি তার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ