• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আজ চৈত্র সংক্রান্তি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

আজ মঙ্গলবার; বাংলা বর্ষের চৈত্র মাসের শেষ দিন। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এই মিলন মুহূর্তকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে পালিত হয়ে আসছে এ চৈত্র সংক্রান্তি।

প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন হয়। কথিত রয়েছে, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপন করা হয়। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেকটি বড় উৎসব।

২০২০ সালের ন্যায় এবারো করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পহেলা বৈশাখসহ সবধরনের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সারাদেশে ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ অবস্থায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। থাকবে না উৎসবের আমেজও।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে লোক সমাগম এড়িয়ে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর গত বছর নববর্ষের প্রথম প্রহরে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান হয়নি। তারই ধারাবাহিকতায় এবারো ছায়ানটে কোনো আয়োজন থাকছে না। এমনকি পহেলা বৈশাখে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রাও। 

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ