• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইউআইইউতে রোবটিক প্রতিযোগিতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোবটিক প্রতিযোগিতার আয়োজন করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শনিবার এই দুই দিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা।
 

এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

শিক্ষার্থীদের মাঝে রোবট নিয়ে কাজ করার আগ্রহ বৃদ্ধির এই আয়োজন মোট ৩৫০ জন শিক্ষার্থীর উপস্থিত থাকার কথা রয়েছে।  এই আয়োজনে প্রোজেক্ট শো কেসিং, পোস্টার প্রেজেন্টেশন, রোবোকাপ, ওয়ার মেশিন, শ্যুট আপ, অ্যান্ট রান এবং গিয়ার আপ; এই সাতটি আলাদা আলাদা সেগমেন্ট থাকবে। বিশ্ববিদ্যালয়টি বলছে, এই আয়োজন ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে সহায়তা করবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ