• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এভারেস্টে যাচ্ছে ফাইভ-জি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মে ২০২০  

হুয়াওয়ে ও চায়না মোবাইল সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা যৌথভাবে ফাইভ-জি নেটওয়ার্ককে এভারেস্টে নেওয়ার পরিকল্পনা করছে। ভূপৃষ্ঠ থেকে সাড়ে ছয় হাজার মিটার উচ্চতায় ফাইভ-জি’র বেজ স্টেশন স্থাপনের কাজ শেষ হলে সেবাটি চালু হবে বলে জানিয়েছে হুয়াওয়ে।

আইএএনএস (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস)  জানায়, সাড়ে ছয় হাজার মিটার উঁচুতে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক চালুর মাধ্যমে হুয়াওয়ে মাউন্ট এভারেস্টে চায়না মোবাইলের ডুয়াল গিগাবিট নেটওয়ার্ককে চালু করতে যাচ্ছে।

উল্লেখ্য, এভারেস্টের উত্তর ঢাল থেকে সফল আরোহণের ৬০তম বর্ষ উপলক্ষে সেবাটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি। সর্বমোট তিনটি বেজ স্টেশনের একটি মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে পাঁচ হাজার তিনশ’ মিটার উচ্চতায়, এর পরেরটি ট্রানজিশন ক্যাম্পে পাঁচ হাজার ৮০০ মিটার উচ্চতায় এবং সব শেষেরটি ফরওয়ার্ড ক্যাম্পে সাড়ে ছয় হাজার মিটার উচ্চতায় স্থাপন করা হবে। পাঁচ হাজার তিনশ’ মিটার উচ্চতায় ফাইভ-জি’র ডাউনলোড স্পিড হবে ১.৬৬ জিবিপিএস। আর আপলোড স্পিড হবে সেকেন্ডে ২১৫ এমবিপিএস।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ