• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কিশোরগঞ্জে ৭ মাদকসেবী আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটা থেকে শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় ৭ মাদকসেবীকে আটক করে প্রত্যেক ৫০০ টাকা করে নগদ জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

অভিযানের নেতৃত্বদেন ভৈরব ভূমি অফিসের মেজিস্ট্রেট হিমাদ্রি খিসা। এ সময় তার সাথে ছিলেন র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন যোবায়ের সিনিয়র এডি চন্দন দেবনাথ সহ র‍্যাব সদস্য বৃন্দ।  র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালিপুর,পুতাকান্দ ও লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মদ পান,ইয়াবা সেবন ও গাঁজা সেবন কালে তাদের আলামত সহ আটক করে র‌্যাব।

মাদকসেবী মুন্না (২৮) কে এক বছরের জেল ৫০০ টাকা অর্থ দণ্ড, আক্তার হোসেন (৩৫) কে নয় মাসের জেল ৫০০ টাকা জরিমানা,  রামচরন (১৮) কে নয় মাসের জেল ৫০০ টাকা জরিমান, মুরাদ (৩৬) কে ৭ মাসের জেল ৫০০ টাকা জরিমানা, হক মিয়া (৬০) কে ছয় মাসের জেল ৫০০ টাকা জরিমানা, বিল্লাল মিয়া (৫০) ৬ মাসের জেল ৫০০ টাকা জরিমানা এবং সালাহউদ্দিন (২৬) কে ৬ মাসের জেল ৫০০ টাকা জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। 

মেজিস্ট্রেট হিমাদ্রী খিসা বলেন বয়স বিবেচনায় অনেক কে কম সাজা প্রদান করা হয়েছে জেল থেকে ছাড়া পাত্তয়ার পর আবার একই অপরাধ করে ধরা পড়ার পর সাজার মাত্রা দ্বিগুণ হবে বলে মাদক সেবনকারী দের হুঁশিয়ার করে দেন।

র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দন যোবায়ের বলেন মাদকের ব্যাপারে আমরা আিরোটলারন্স নিতি অনুসরণ করবো মাদক সেবন বিক্রয়কারীদের সাথে আপোস নয়।,যে কোন মূল্যে তাদের মূল উৎপাটন করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ