• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দেশের বাজারে গ্যালাক্সি এ০১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন  ‘এ০১’। ডুয়াল ক্যামেরার এই স্মার্টফোনটি মাত্র দশ হাজার টাকার মধ্যেই কেনা যাবে।

গ্যালাক্সি এ০১ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত সর্বশেষ ওয়ান ইউআই ইন্টারফেস। দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর। ফোনটিতে ১৬ জিবি স্টোরেজ রয়েছে। তবে,  মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্মার্টফোনটিতে ৫.৭ ইঞ্চির এইচডি+ইনফিনিটি-ভি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ডিসপ্লের ওপরে মাঝখানে টিয়ারড্রপ নচ রয়েছে। দুর্দান্ত ছবি তোলার জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা মধ্যে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বিপুল সংখ্যক গ্রাহকদের শীর্ষস্থানীয় স্মার্টফোন অভিজ্ঞতা দিতে আমরা তাদের পছন্দগুলো নিয়ে গবেষণা করে ‘এ’ সিরিজের ডিভাইসগুলো বাজারে নিয়ে এসেছি। যেসব ক্রেতারা আগে সাশ্রয়ী দামে এই ধরনের অবিশ্বাস্য ফিচারের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা লাভ করেননি, তারা গ্যালাক্সি এ০১ ডিভাইসটি ব্যবহার করে নিশ্চিতভাবে সন্তুষ্ট হবেন।’

নীল ও কালো- এই দুটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাবে নতুন এই ডিভাইসটি। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯,৯৯৯ টাকা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ