• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভালোবাসার দিনে সড়কে ঝরল ৬ প্রাণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।
 

এদিকে রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে বাসের এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

গোপালগঞ্জ

বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এক স্বজন। শুক্রবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানীর পারুলিয়া এলাকা থেকে নসিমনে করে শহরে কাজে যাচ্ছিলেন ১০ নির্মাণ শ্রমিক। পথে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ডের লিংকরোড এলাকায় ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নসিমনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নসিমনে থাকা ২ শ্রমিক নিহত হন।

আহত ৮ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও ২ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আরেক শ্রমিককে ফরিদপুর মেডিকেলে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গোপালগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, এই দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। আমরা ওই বাস ও নসিমনটিকে জব্দ করেছি।
 


রাঙামাটি

এদিকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে পেনডেক্স ফার্নিচার নামের একটি চায়না প্রতিষ্ঠানে কর্মরত ৬০ জন শ্রমিক বাসে করে বার্ষিক বনভোজনে রাঙামাটির উদ্দেশে আসে। সকাল ৯টায় বাসটি চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাসের হেলপার। আহত হন অন্তত ২৭ যাত্রী। তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ