• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাঠে না থাকার ৬ মাস পার সাকিবের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

সাকিব আল হাসানের নিষিদ্ধের ৬ মাস অতিবাহিত হল আজ। ২০১৯ সালের ২৯ অক্টোবর ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। মাঠের বাইরে সাকিব। নির্বাসনের এই সময়টায় যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে আটকা পড়েছেন। সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। করোনা আক্রান্ত মানুষের জন্য ফান্ড তুলে কাটছে তার সময়।
২৯ অক্টোবর থেকে ২৮ এপ্রিল এই সময়ে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে ছিলেন না শুধু একজন। লাল সবুজের ইতিহাসের বড় তারকা সাকিব আল হাসান। নিষিদ্ধের ৬ মাস অতিবাহিত হল। মাঠে নেই সাকিব। তবে করোনার ছোবলে এখন মাঠে নেই কোন ক্রিকেটারই।
নিষিদ্ধের এই সময়টায় নিয়মিত ফিট থাকা বড় চ্যালেঞ্জ। তার উপর করোনায় ঘর থেকে বের হওয়াটাই দায়। এমন অবস্থায় ঘরে বসেই জিম করছেন সাকিব। নিজের ফিরে আসার দিন গুনছেন। মানসিকভাবে প্রস্তুত করছেন নিজেকে।
সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। নিজের দুই মেয়েকে নিয়েই সময় কাটছে তার। করোনা আক্রান্ত মানুষের জন্য ফান্ড তুলে কাটছে তার সময়। ফান্ডের মাধ্যমে দিয়েছেন প্রায় ৭০ লাখ টাকার সহায়তা।
সাকিবের না থাকায় মাঠে ভালো নেই বাংলাদেশ ক্রিকেট। তবে সাকিব ফিরবেন নিজ গতিতে। করোনা উতরিয়ে মাঠে ফিরবে ক্রিকেট, ফিরবে সাকিবও।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ