• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইয়াবাসহ মো. জসিম হাওলাদার নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় তার ছয় সহযোগীকে। জব্দ করা হয় মাদক বিক্রির ৪৮ হাজার ৪০০ টাকা।

র‌্যাব-৮ এর সদস‌্যরা নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। গত মঙ্গলবার তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল মোন্নাফ।

গ্রেফতারকৃতরা হলেন- নলছিটি উপজেলার মগড় ইউপি সদস্য মো. জসিম হাওলাদার (২৮), আমিরাবাদ গ্রামের প্রয়াত সকান্দার খানের ছেলে মো. জামাল খান (৬০), আমিরাবাদ গ্রামের প্রয়াত আওয়াল মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা (৪৮), উত্তর মগর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৪), আমিরাবাদ গ্রামের প্রয়াত ইনসাফ আলী তালুকদারের ছেলে মো. জলিল তালুকদার (৬২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার টেংরাখালী গ্রামের প্রয়াত নুরুল হক মৃধার ছেলে মো. কামরুল ইসলাম (৩৯), বরিশাল শহরের রূপাতলী এলাকার রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৪০) ও পূর্ব রায়াপুর বটতলার তোতা মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪৭ পিস ইয়াবা,  নগদ টাকা, ১২টি মোবাইল, ১৯টি  সিমকার্ড জব্দ করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার এ তথ‌্য নিশ্চিত করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ