• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাস্ক না পরলে আরো কঠিন শাস্তি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

মাস্ক পরা নিশ্চিতে আরো কঠিন হচ্ছে সরকার। এ জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ‘আমরা বলেছি আরো এক সপ্তাহ দেখতে। মানুষকে আরো মোটিভেশন করতে। তারপরে স্ট্রং পানিশমেন্টে যেতে হবে।’ শাস্তি কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জরিমানা বাড়তে পারে। এক হাজার টাকা, ৫শ টাকা জরিমানা করছে এখন, সেটা পাঁচ হাজার টাকা হতে পারে।’

তিনি আরো বলেন, ‘যারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন সঙ্গে মাস্কও নিয়ে যাবেন, যাতে মানুষকে জরিমানা করার সঙ্গে সেটা দিয়ে দেওয়া যায়।’ গতকাল ঢাকা শহরে ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ