• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শীতে কেন বাড়ে মেসতার দাগ!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

ঠাণ্ডা আবহাওয়া ত্বকের বারোটা বাজিয়ে দেয়! এসময় ত্বক রুক্ষ, শুষ্ক ও কালচে হয়ে পড়ে। আর যাদের মুখে হালকা মেসতার দাগ রয়েছে তা আরো কালচে হয়ে যায় শীতে এলেই। তবে কিছু নিয়ম মেনে চললে শীতেও দূর হবে অবাঞ্চিত মেসতার বিরক্তিকর দাগ-   

১. দিনে অন্তত দুই লিটার পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুমান। 

২. ত্বকে বাইরে বেরোনো বা রান্নার সময় কখনই সানস্ক্রিন ক্রিম লাগাতে ভুলবেন না 

৩. সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।

৪. মেসতার বসে যাওয়া দাগ দূর করতে এক চা চামচ করে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টক দই ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। 

৫. ত্বক কোমল রাখতে হালকা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার রাখুন ও নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ