• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সরকার খোঁজ নিচ্ছে, তাতেই খুশি ..

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

সরকারি কর্মকর্তাদের হাত থেকে ত্রাণের ব্যাগ নিয়ে আনন্দিত গরীব দুস্থরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী বাঘা উপজেলার আড়ানী আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও সহকারি কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন। এ সময় এক বৃদ্ধা বলেন,’সরকার খোঁজ নিচ্ছে, তাতেই আমরা খুশি।’

সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন ঘরে ঘরে অবস্থান করেন সেকারণে ত্রাণ সহায়তা নিয়ে বৃহস্পতিবার সকালেই প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হন তাদের কাছে। একযোগে সব ত্রাণ দেয়া সম্ভব না হলেও তারা তালিকা ধরে চেষ্টা অব্যাহত রেখেছেন। সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ‘ প্রথম ধাপে ৩৬ টন ও দ্বিতীয় ধাপে ১৬ টন সরকারি চাল বরাদ্দ হয়েছে। এগুলো দুই পৌরসভা ও সাত ইউনিয়নে বিতরণ করেছি। বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতায় এগিয়ে এসেছে। সম্মিলিত চেষ্টায়  আমরা দ্রুতই সংকট কাটাতে পারবো।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ