সেনাবাহিনীর চার ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান
দৈনিক গোপালগঞ্জ
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১

সেনাবাহিনীর চারটি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। মঙ্গলবার যশোর সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এবং ১০ ও ১১ সিগন্যাল ব্যাটালিয়ন এই কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
যশোর সেনানিবাসের এসটিসিএন্ডএস প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী প্রধান উপস্থিত হলে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহাবউদ্দিনের নেতৃত্বে কালার প্যারেডে অংশগ্রহণকারী ব্যাটালিয়নগুলোর সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে জেনারেল সালাম প্রদান করে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।
সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠসহ সব বীর মুক্তিযোদ্ধাদের; যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বহু-কাঙ্ক্ষিত স্বাধীনতা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক, যুগোপযোগী এবং চৌকষ বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যেকোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও পবিত্র আমানত। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে এই বিরল প্রাপ্তি নিঃসন্দেহে আরও অধিক গৌরবের ও আনন্দময়।
এ সময় তিনি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশ মাতৃকার যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন।
কালার প্যারেডে উপস্থিত সবার উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই ধারায় ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে।
তিনি সেনাবাহিনীর সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে এগিয়ে আসতে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রদান উপলক্ষে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা ও বিভিন্ন পদবীর সেনা সদস্য উপস্থিত ছিলেন।

- কোটালীপাড়ায় ট্রাক- এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত
- কোটালীপাড়ায় ৮শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
- পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
- ৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর `ঈদ উপহার`
- লকডাউনে কঠোর পুলিশ
- সেবা পেতে রিটার্ন জমা স্লিপ বাধ্যতামূলক হচ্ছে
- চার হাজার কোটি টাকা চেয়ে এডিবিকে চিঠি
- শক্তিশালী পাসপোর্ট তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- করোনা মোকাবিলায় ১ বিলিয়ন ডলার সহায়তা বিশ্বব্যাংকের
- বিডায় যুক্ত হলো আরও ৫ সেবা
- আটকেপড়া এক লাখ প্রবাসীর জন্য কাল থেকে বিশেষ ফ্লাইট
- করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ‘কুইক রেসপন্স টিম’
- ডিসি-ইউএনওদের নিয়ে সভা করতে লাগবে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন
- করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি হচ্ছে: এলজিআরডি মন্ত্রী
- আইজিপি বেনজীর আহমেদের সাফল্যের এক বছর
- তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন
- আগামীকাল ১৭ এপ্রিল থেকে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট
- প্রবাসীকর্মীদের নমুনা পরীক্ষা শূন্যের কোটায়!
- দেশে ২০ মে থেকে ২৩ জুলাই মাছ ধরা নিষিদ্ধ
- ইভিএমের মাস্টার ট্রেইনার হচ্ছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক
- শিরোপার দৌড়ে টিকে রইল ম্যানইউ-আর্সেনাল
- গরমে ১৬ জটিল রোগ থেকে মুক্তি দেয় কাঁচা আম
- জুমার দিনের কিছু আমল
- নতুন নির্দেশনায় আজ যেভাবে জুমা পড়বেন মুসল্লিরা
- বেডরুমের ‘সিক্রেট’ ফাঁস করলেন কারিনা
- সৌদির হজ বিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
- পাসপোর্ট সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি
- মসজিদে মসজিদে দূরত্ব বজায় রেখে নামাজ আদায়
- ভার্চ্যুয়ালি বর্ষবরণ করল ছায়ানট
- ‘প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্ব নিয়ে কাজ করুন’
- দেশের আট বিভাগে সাইবার ট্রাইব্যুনাল গঠন
- ৭১ এর পরাজিত শক্তির গোপন অর্থায়ন !
- গোপালগঞ্জে পুলিশকর্মকর্তা মুক্তিযোদ্ধা আকবরের মৃত্যুবার্ষিকী পালন
- শান্তিপূর্ণ-সমৃদ্ধ এশিয়া গড়তে ঐক্যের ডাক শেখ হাসিনার
- কালাচারাল অফিসার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
- সরকারি হাসপাতালে আড়াই হাজার শয্যা বাড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- দেশের অগ্রগতি ও অর্জন তুলে ধরা হবে
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গোপালগঞ্জ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
- গোপালগঞ্জ সড়কে উল্টো চিত্র, যাত্রীর তুলনায় ইজিবাইক বেশি!
- নেপালের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হচ্ছে
- ৫০০ কোটি টাকার তহবিল গঠিত
- শেখ হাসিনায় উজ্জ্বল বঙ্গবন্ধু: রাজাপাকসে
- হেফাজতকে কঠোরভাবে দমন করতে হবে : ১৪ দল
- নিখুঁত আয়োজনের জন্য বাংলাদেশকে মোদির ধন্যবাদ
- মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন: গোপালগঞ্জের পুলিশ সুপার
- কোটালীপাড়ায় আওয়ামী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণ সভা
- ৪ শ’ প্রান্তিক জনগোষ্ঠি পেল চোখের আধুনিক চিকিৎসা
- আরও শয্যা বাড়ানো হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে
- গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন ৫০টি গৃহহীন পরিবার
