স্বপ্নের হাতছানি কক্সবাজার রেললাইন
দৈনিক গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১

স্বপ্নপূরণের পথে এগিয়ে চলছে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প দোহাজারী-কক্সবাজার-ঘুমদুম রেললাইন প্রকল্প। এ প্রকল্পের অন্যতম কাজ হচ্ছে রেলট্রেক বসানো। সেই রেলট্রেক বা রেললাইন বসানোর কাজ গত বৃহস্পতিবার শুরু হয়েছে কক্সবাজার সদরের রামু উপজেলার পানির ছড়া বাজার এলাকা থেকে। প্রাকৃতিকসহ কোনো সমস্যা দেখা না দিলে প্রতি মাসে ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত রেললাইন বসানোর সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মো. মফিজুর রহমান।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উক্ত এলাকার পানির ছড়া বাজারের দলির ছড়া মৌজা থেকে কক্সবাজারের দিকে লাইনটির কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। এর আগে থেকেই চলছে রকল্পের আওতাধীন মাটি কাটা, ব্রিজ নির্মাণ, লেভেল ক্রসিং, কালভার্ট, স্টেশন তৈরিসহ প্রকল্পের সার্বিক কাজ। এই রেললাইনটি দ্রুত নির্মাণের মাধ্যমে যাতায়াত শুরু হলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারসহ সারা দেশের সঙ্গে অর্থনীতি, পর্যটকদের আনাগোনাসহ নানা বিষয়ে যোগাযোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নও ঘটবে।
একই কথা বললেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (এপিডি) আবুল কালাম চৌধুরী। প্রকল্প সূত্রে জানা গেছে, সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প চট্টগ্রাম হয়ে দোহাজারী-কক্সবাজার-ঘুমদুম রেললাইন নির্মাণের প্রায় ৫১ শতাংশের কাজ ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। সরকারের এই অগ্রাধিকার প্রকল্পটি আগামী ২০২২ সালের শেষের দিকে শেষ হবে বলেও জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৫ কোটি টাকা। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-ঘুমধুম পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিমি, রামু থেকে কক্সবাজার ১২ কিমি এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন হবে। সহজে ও কম খরচে মাছ, লবণ, কাগজের কাঁচামাল, বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা যাবে। সূত্র জানায়, ১২৮ কিমি রেলপথে স্টেশন থাকছে ৯টি। এগুলো হলো- সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও ঘুমধুম। এতে থাকবে কম্পিউটার বেইজড ইন্টারলক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর ওপর নির্মাণ করা হবে তিনটি বড় সেতু।
এ ছাড়াও এ রেলপথে নির্মিত হবে ৪৩টি ছোট সেতু, ২০১টি কালভার্ট এবং ১৪৪টি লেভেল ক্রসিং। সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় তৈরি হবে একটি ফ্লাইওভার, রামু ও কক্সবাজার এলাকায় দুটি হাইওয়ে ক্রসিং।

- সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী অপরিহার্য
- থানাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার
- বিপসট পরিদর্শন করলেন বিদেশি সামরিক কর্মকর্তারা
- টিকা কিনতে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৩৩০ কোটি টাকার ঋণচুক্তি
- সোয়া কোটি পরিবার পাবে খাদ্য সহায়তা
- এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ
- আগামী মাসে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স
- রমজানে বেঁধে দেওয়া হলো ৬ পণ্যের দাম
- গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের মাস্ক সাবান ও লিফলেট বিতরণ
- কোটালীপাড়ায় ২০হাজার মাস্ক বিতরণ
- বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ধান বীজ বিতরণ
- কোটালীপাড়ায় আওয়ামী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণ সভা
- শেখ সাঈদ-মিলি পরিবার করোনা মুক্ত
- কাশিয়ানী থানা ব্যারাকে পুলিশ সাব ইন্সপেক্টরের আত্মহত্যা
- গোপালগঞ্জে এক লাখ মাস্ক বিতরন শুরুকরেছেন জেলা প্রশাসক
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা
- কঠোর বিধিনিষেধ শুরু কাল
- লকডাউনে চলাচলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’
- লকডাউনে খাদ্য সহায়তা পাবে সোয়া কোটি দরিদ্র পরিবার
- আজ চৈত্র সংক্রান্তি
- বিশ্বে শান্তি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে:প্রধানমন্ত্রী
- বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ল দেশ
- এটিএম বুথ থেকে তোলা যাবে এক লাখ টাকা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে
- বিদেশ থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালেয়ের ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী
- মসজিদে তারাবিসহ সব নামাজে সর্বোচ্চ ২০ জন
- ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
- যেসব কঠিন রোগ থেকে দূরে রাখে স্ট্রবেরি
- রমজানে রোজার বিধান
- আসছে ‘জব উই মেট’ এর সিকুয়েল!
- ‘প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্ব নিয়ে কাজ করুন’
- দেশের আট বিভাগে সাইবার ট্রাইব্যুনাল গঠন
- ৭১ এর পরাজিত শক্তির গোপন অর্থায়ন !
- গোপালগঞ্জে পুলিশকর্মকর্তা মুক্তিযোদ্ধা আকবরের মৃত্যুবার্ষিকী পালন
- শান্তিপূর্ণ-সমৃদ্ধ এশিয়া গড়তে ঐক্যের ডাক শেখ হাসিনার
- মাস্ক পরা বাধ্যতামূলক, প্রজ্ঞাপন জারি
- কালাচারাল অফিসার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
- দেশের অগ্রগতি ও অর্জন তুলে ধরা হবে
- সরকারি হাসপাতালে আড়াই হাজার শয্যা বাড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জ সড়কে উল্টো চিত্র, যাত্রীর তুলনায় ইজিবাইক বেশি!
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গোপালগঞ্জ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
- ৫০০ কোটি টাকার তহবিল গঠিত
- নেপালের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হচ্ছে
- হেফাজতকে কঠোরভাবে দমন করতে হবে : ১৪ দল
- শেখ হাসিনায় উজ্জ্বল বঙ্গবন্ধু: রাজাপাকসে
- মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন: গোপালগঞ্জের পুলিশ সুপার
- নিখুঁত আয়োজনের জন্য বাংলাদেশকে মোদির ধন্যবাদ
- ৪ শ’ প্রান্তিক জনগোষ্ঠি পেল চোখের আধুনিক চিকিৎসা
- আরও শয্যা বাড়ানো হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে
- গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন ৫০টি গৃহহীন পরিবার
