• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

Samsung Galaxy M30s ফোনে শীঘ্রই পৌঁছবে Android 10

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M30s। লঞ্চের সময় এই ফোনে ছিল Android 9 Pie অপারেটিং সিস্টেম। সীঘ্রই এই ফোনে Android 10 পৌঁছবে। সম্প্রতি Wi-Fi Alliance ওয়েবসাইটে SM-M307F মোডেল নম্বরের Samsung Galaxy M30s ফোনে Android 10 অপারেটিং সিস্টেম দেখা গিয়েছে। এই ফোনে রয়েছে 6,000 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর Exynos 9611 চিপসেট।

4GB RAM + 64GB স্টোরেজে Samsung Galaxy M30s এর দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Galaxy M30s কিনতে 16,999 টাকা খরচ হবে। কালো, সাদা আর নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Samsung Galaxy M30s স্পেসিফিকেশন

Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।

ফোনের ভিতরে একটি 6,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। সাথে থাকছে USB Type-C পোর্ট আর 15W ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ