• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি  পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেণির কর্মচারীরা। আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। কাজ বন্ধ রেখে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।

কর্মবিরতি চলাকালে ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কার্যালয়ে কাজের জন্য আসা সাধারণ মানুষ। তারা কাজ করাতে না পেরে ফিরে যান। কর্মবিরতি চলাকালে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম খান বক্তব্য রাখেন।

তারা তাদের যুক্তিসঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তারা দিনব্যাপী কর্মবিরতি পালন করবেন বলে জানান। এ কর্মসূচিতে জেলা প্রশাসক, জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেণির সকল কর্মচারী অংশ নেন। গত মাসেও এ সকল কর্মচারীরা একই দাবিতে আন্দোলনে নেমেছিল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ