• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার চিকিৎসায় থানকুনিপাতা, খবরটি ভুয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

গোপালগঞ্জে করোনাভাইরাসে থানকুনি পাতা খাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। চরমোনাইর পীর সাহেব স্বপ্নে দেখেছেন থানকুনি পাতা লবণ দিয়ে চিবিয়ে খেলে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারবে না, এমন গুজব মঙ্গলবার গভীর রাতে ছড়িয়ে পড়ে। এর ওপর ভিত্তি করে জেলার সর্বত্র থানকুনির পাতা খাওয়ার হিড়িক পড়ে যায়। 

গুজবে সাড়া দিয়ে জেলার বিভিন্ন এলাকায় নারী-পুরুষ মঙ্গলবার দিনগত মধ্যরাতে লাইট জ্বালিয়ে থানকুনি পাতা সংগ্রহে নেমে পড়েন। বুধবার (১৮ মার্চ) ভোর পর্যন্ত অনেকেই মাঠ, পুকুরপাড়, জমির আইল থেকে থানকুনি পাতা সংগ্রহ করেন। অনেকে আবার করোনা ভাইরাসে থানকুনি পাতার কার্যকারিতা সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কেউ কেউ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের ফোন করে থানকুনি পাতা সংগ্রহ ও খাওয়ার কথা জানিয়েছেন এবং মুঠোফোনে ম্যাসেজও দিয়েছেন। অনেকে রাতের আঁধারে পাতা সংগ্রহ করে চিবিয়ে খেয়েছেন।
তাদের দাবি, চরমোনাইর পীরকে স্বপ্নে বলে দিয়েছে থানকুনি পাতা খেলে করোনাভাইরাসে আক্রান্ত করতে পারবে না।
স্থানীয়ারা বলেন, মধ্যরাতের পর থেকে ঘুম হারাম হয়ে যায়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনে থানকুনি পাতা সম্পর্কে জানতে লোকজনে ফোন করে।
চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম হোসাইন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ ধরণের কোনো তথ্য আমাদের জানা নেই। একটি মহল পীর সাহেবের নামে গুজব ছড়াচ্ছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম তালুকদার বলেন, থানকুনি পাতা খেলে ভাইরাসজনিত রোগ ভালো হবে। স্বাস্থ্য বিজ্ঞানে এ ধরণের কোনো ভিত্তি নেই। তবে আমিও শুনেছি লোকজনে করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে থানকুনি পাতা খাচ্ছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ