• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানসহ জনসমাগম বন্ধ ঘোষণা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গোপালগঞ্জে সকল ধরনের সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানসহ জনসমাগম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া জেলার সকল প্রকার কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য আদেশ দেওয়া হলো। এ বিজ্ঞপ্তি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো এবং বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ