• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আইন না মানায় ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন না মানা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও দোকান খোলার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত কাশিয়ানী, কোটালীপাড়া ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যামাণ আদালত।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শেখ সালাউদ্দিন দীপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা কাশিয়ানীতে ২৮ হাজার, কোটালীপাড়ায় ১১ হাজার, সদর উপজেলায় সাড়ে ৮ হাজার ও মুকসুদপুরে ৩ হাজার টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানানকে জরিমানা করেন। অভিযানকালে মোট ২৩টি মামলা দায়ের করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ