• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা, কারাদণ্ড ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, দোকান খোলা রাখা ও সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হবার দায়ে এই দণ্ড দেয়া হয়।

গত বুধবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে এসব দণ্ড দেয়া হয়।

বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাউছার আহাম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে, দোকান বন্ধ ও সন্ধ্যা ৬টার পর সাধারণ মানুষকে বাড়িতে রাখতে জেলার ৫ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

এ সময় সদর উপজেলায় একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ ব্যক্তিকে ১৯ হাজার টাকা, কোটালীপাড়ায় ৪ ব্যক্তিকে ৩১ হাজার টাকা, কাশিয়ানীতে তিন দোকানিকে ৮ হাজার ৫০০ টাকা এবং টুঙ্গিপাড়ায় দুই ব্যক্তিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে মোট ১৫টি মামলা করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ