• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো তিন করোনা রোগী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে করোনা আক্রান্ত আরো তিনজন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে দুজন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও একজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। অপরদিকে ইতিপূর্বে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন নারীসহ ছয়জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ ।

আজ রবিবার দুপুরে সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল প্রথম টুঙ্গিপাড়ায় এক দম্পত্তির শরীরের করোনাভাইরাস ধরা পরে। সেই থেকে এ পর্যন্ত গোপালগঞ্জে ডাক্তার, নার্সসহ মোট ৪২ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে জেলায় প্রথম করোনা রোগী টুঙ্গিপাড়া উপজেলার এক দম্পতি ও মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্যসহ মোট ১২ জন সুস্থ হন। পরে তাদেরকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়িতে পাঠানো হয়। তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত বাকী ৩০ জনকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন আরো বলেন, করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে তিন নারীসহ ছয়জন মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের করোনা নেগেটিভ বলে রির্পোট আসে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ