• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খুলনায় ‘কৃষকের হাসি’ অ্যাপসে বোরো ধান ক্রয় শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ মে ২০২০  

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে খুলনায় ‘কৃষকের হাসি’ মোবাইল অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয় শুরু হয়েছে।

শনিবার দুপুরে খুলনার মহেশ্বরপাশা সিএসডি চত্বরে দীঘলিয়া উপজেলার কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর খুলনার দীঘলিয়া উপজেলার কৃষকদের কাছ থেকে মোবাইল অ্যাপস ‘কৃষকের হাসি’-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সরকার ২৬ টাকা কেজি দরে প্রায় ৭০১ টন বোরো ধান ক্রয় করবে।

দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজ আল-আসাদ মাল্টিমিডিয়ার মাধ্যমে উদ্ভাবিত মোবাইল অ্যাপস ‘কৃষকের হাসি’-এর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ