• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১০ ঘণ্টা অবরুদ্ধের পর মুক্তি পেলেন বশেমুরবিপ্রবি উপাচার্য

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১  

কার্যালয়ে ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহাবুব। রাত সাড়ে ৮টায় কার্যালয় থেকে বের হন তিনি।

এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুর এবং সদস্য সচিব করা হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি তছলিম আহমেদ।

আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাজি রুমা বলেন, অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো বেতন ভাতা দেয়া হয় না। এ ব্যাপারে বিভিন্ন সময় আশ্বস্ত করলে উপাচার্য কথা রাখেননি। তাই দাবি না মানা পর্যন্ত আন্দেলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে রাত সাড়ে ৮টায় কর্তৃপক্ষ একটি কমিটি করেছেন। কমিটিরি আশ্বাসের ভিত্তিতে আমরা উপাচার্যের কক্ষের তালা খুলে দিয়েছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ