• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রবিবার থেকে গোপালগঞ্জে টিসিবি পণ্য বিক্রি শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২  

আগামীকাল রবিবার থেকে গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১ হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫ জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হবে। টিসিবি’র পণ্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ২ কেজি মসূর ডাল (কেজি ৬৫ টাকা), চিনি ২ কেজি (৫৫ টাকা) এবং সোয়াবিন তেল ২ লিটার (লিটার ১১০ টাকা)। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ৩ এপ্রিল।
জেলা প্রশাসক জানান, কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ