• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ জুলাই) সকালে জেলা মৎস্য অফিস কর্তৃক শহরের হেলিপ্যাড লেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মৎস্য অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। 

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এএম আশিকুর রহমান, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. রুহুল আমীন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ