• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষনের ঘটনায় চার্জশিট দাখিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২  

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শীতল চন্দ্র পাল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

চার্জশিট ভুক্ত আসামীরা হলেন, রাকিব মিয়া, মোঃ হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্য মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ। এছাড়া দু’জনের বিরুদ্ধে এ অভিযোগ প্রমান  না হওয়ায় তাদেরকে অভিযোগপত্র থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারী রাত ৯ টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও তার সহপাঠী শহরের নবীনবাগে বাসায় ফেরার পথে স্থানীয় হেলিপ্যাডের কাছ পৌছালে আসামীরা  ছাত্রীকে জোর করে পাশের একটি নির্মানাধীন ভবনের মধ্যে নিয়ে গিয়ে সেখানে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং তা ব্যাপক আন্দোলনে রুপ নেয়।দীর্ঘদিন সে আন্দোলন অব্যাহত থাকে।আসামিরা ধরা পড়ার পর এবং তদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত হয়।

মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, যেহেতু ডিএনএ টেষ্ট করে আসামীদেরকে সনাক্ত করে চার্জশিট দেয়া হয়েছে এবং এ পর্যন্ত ভিকটিমও কোন কথা এখনো বলেনি তাই আপাতত বিষয়টি আমরা মেনে নিয়েছি। ভিকটিম যদি কোন অভিযোগ করেন তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থার দিকে যাব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ