• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১১ রমজান ১৪৪৪

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে মাসব্যাপী তাত ও বস্ত্র মেলার উদ্বোধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

গোপালগঞ্জে মাস ব্যাপী তাত, বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলা আজ ২০ ফেব্রুয়ারী থেকে আগামি ১ মাস পর্যন্ত চলবে।মাসব্যাপী এ মেলার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে মাসব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র শেখ রকিব হোসেন।

প্রধান অতিথি শেখ রকিব হোসেন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টল মালিকদের খোঁজ খবর নেন ও পরামর্শ দেন। পরে তিনি শেখ রাসের শিশু পার্ক পরিদর্শন করে ও পার্ক পরিস্কার পরিছন্ন করার নির্দেশ দেন।

এসময় প্যানেল মেয়র জলিল খান, পৌরসভার কাউন্সিলরগণ, সাংবাদিক, এবং মেলার ম্যানেজমেন্টের দায়িত্বে মো: জাহাঙ্গির সিকদার ও হারুন মোল্যাসহ অনেকে উস্থিতি ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ