• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তপ্ত রোদে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

পুরের তপ্ত রোদের ভেতর অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজার নেতৃত্বে জেলা সদরের রঘুনাথপুর গ্রামের অসহায় কৃষক জিবন মন্ডলের এক বিঘা জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের একটি দল।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, সংগঠনিক সম্পাদক আকাশ, সাবেক সহ-সভাপতি গাজী রনি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা। 

রঘুনাথপুর ইউনিয়নের কৃষক জিবন মন্ডল বলেন, বর্তমানে কৃষকের মজুরি অনেক। তাই টাকা সংকটে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা আজ এই রোদের ভেতর এতো কষ্ট করে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। আমার খুবই উপকার হলো। আমার মজুরির টাকা বেঁচে গেল। আমি প্রধানমন্ত্রীসহ তাদের সকলের জন্য দোয়া করি। 

জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এক অসহায় ভাইয়ের জমির ধান কেটে দিলাম। এতে ওই কৃষক ভাই খুবই খুশি হয়েছে। যদিও অনেক রোদ ছিল। তারপরও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা পালন করছি, এতেই আমাদের স্বস্তি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ