• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঘোড়া আছে চাবুক নাই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

গোপালগঞ্জ সড়ক বিভাগে ঘোড়া আছে চাবুক নাই। বিদেশ থেকে আমদানী করে বেশ কিছু দামী গাড়ী বরাদ্ধ দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর, কিন্তু সেগুলি চালানোর জন্য দেয়নি কোন ড্রাইভার।

জরুরী প্রয়োজন মেটাতে ভাড়াকরা ও অবসরে যাওয়া ড্রাইভার দিয়ে চলছে ৫ টি, গ্যারেজে পড়ে থেকে অকেজো হচ্ছে ২৪ টি। এই জেলায় সড়ক বিভাগের রাস্তার নির্মান ও সংস্কার কাজে গাড়ীভাড়ার ব্যাপক চাহিদা থাকলেও চালক না থাকায় ঠিকাদারদের গাড়ী ভাড়া দেওয়া যাচ্ছেনা। যে কারনে গোপালগঞ্জ সড়ক বিভাগের যান্ত্রিক শাখার সরকারী রাজস্ব আয় বাড়ছেনা। সড়ক ও জনপদ অধিদপ্তর, প্রধান কার্যালয় গোপালগঞ্জে চাহিদা অনুযায়ী ড্রাইভার বদলী করবেন, গোপালগঞ্জ সড়ক বিভাগের যানবাহন সচল রাখার ব্যবস্থা নেবেন। রাজস্ব আয় বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জ বাসীর।

গোপালগঞ্জ সড়ক বিভাগের যানবাহন শাখাসূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সড়ক বিভাগের কমকর্তাদের পরিদর্শন, জরুরী মেরামত, সড়ক রক্ষনাবেক্ষন ও ভাড়া দিয়ে রাজস্ব আয় বৃদ্ধির জন্য ৩৪ টি ভারী, মাঝারি ও হালকা যান রয়েছে। এগুলি হলো পাজেরা ২ টি, হাইলাক্স ১ টি, পরিদর্শন পিকআপ ২ টি, ট্রাক ১৩ টি, রোলার ৭ টি, পে-লোডার ১ টি, সয়েল কম্পেক্টার ১ টি, ব্যাকহোলোডার ১ টি, রোডহোলাডার ১ টি, এয়ার কম্প্রেসার ১ টি, ওয়াটার ট্যাংকার ১ টি, মটর গ্রেডার ১ টি, ভেকু ১ টি ও স্ফল্টপ্লান্ট ১ টি। এসব যান চালানোর জন্য চালক রয়েছে মাত্র ৫ জন।

তাদের একজন চালান নির্বাহী প্রকৌশলীর পাজেরা, একজন চালান মেকানিক্যালের পরিদর্শন পিকআপ, একজন চালান পটল রিপিয়ার ট্রাক এবং দুইজন চালক রোলার চালাচ্ছেন। বাকি ২৯ টি গাড়ী চালানোর জন্য মাস্টাররোল বা আউটসোর্সিংয়ের কোন ড্রাইভারও নেই। যে কারনে জরুরী প্রয়োজন মেটাতে ভাড়াকরা ও অবসরে যাওয়া ড্রাইভার দিয়ে চলছে ৫ টি গাড়ী। কিছুদিন পূর্বে বিদেশ থেকে আমদানী করে এনে বরাদ্ধ দেওয়া এই ২৪ টি গাড়ির চালক না থাকায় গ্যারেজে থেকেই দিন দিন পুরনো হচ্ছে।

এসব বিষয় নিয়ে কথা বললে গোপালগঞ্জ সড়ক বিভাগের যানবাহন শাখার সহকারী প্রকৌশলী মুক্তেশ বিশ্বাস বলেন, আমাদের মূলত ৭ জন চালক রয়েছে, কিন্তু গোপালগঞ্জ জোন অফিস ও সার্কেল অফিসে কোন চালক না থাকায় সেখানে ২ জন চালক দিয়েছি, বাকি পাঁচজনের ভরসায় আমাদের ৩৪ টি গাড়ী রয়েছে। যে কারনে জরুরী প্রয়োজন মেটাতে ভাড়াকরা ও অবসরে যাওয়া ড্রাইভার দিয়ে চলছে কয়েকটি ট্রাক ও রোলার। এই জেলায় সড়ক বিভাগের রাস্তার নির্মান ও সংস্কার কাজে গাড়ীভাড়ার ব্যাপক চাহিদা থাকলেও চালক না থাকায় ঠিকাদারদের গাড়ী ভাড়া দেওয়া যাচ্ছেনা। যে কারনে গোপালগঞ্জ সড়ক বিভাগের যান্ত্রিক শাখার সরকারী রাজস্ব আয় বাড়ছেনা। সকল গাড়ীর জন্য ভারনী, মাঝারি ও হালকা চালক থাকলে গাড়ী ভাড়া দিয়ে গোপালগঞ্জ সড়ক বিভাগের প্রতি বছরে অন্ত:ত ১৫ লাখ টাকা আয় হতো।

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেন, উর্ধতন কর্তৃপক্ষ নিয়মিত চালক ও জনবল বরাদ্ধ দিলে আমাদের আর কোন সমস্যা থাকবেনা। তাতে সকল গাড়িগুলি সচল থাকবে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

গোপালগঞ্জ সড়ক বিভাগের এ সমস্যা নিয়ে কথা বললে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেছেন, এমনিতেই আমাদের ড্রাইভার সংকট রয়েছে, এরপর আবার আমাদের অনেক ড্রাইভার অবসরে গিয়েছে। যেকারনে সারা দেশেই ড্রাইভার সংকট দেখা দিয়েছে। দ্রুত আমরা জনবল নিয়োগ দিয়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ