• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে গোপালগঞ্জ পৌরসভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে কোটালীপাড়া উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে।

আজ সোমবার(১৩ নভেম্বর)দুপুরে শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল খেলায় কোটালীপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইবেকারে টুঙ্গিপাড়া উপজেলা হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা।

অপরদিকে, বিকালে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে ফাইনাল খেলায় গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে মুকসুদপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে গোপালগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়,সর্বোচ্চ গোলদাতা, ম্যাচের সেরা খেলোয়াড়,রানারআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ