• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪  

নিহত পুলিশ সদস্যদের বিচার, সরকারের অধীনে না থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে পুলিশ সদস্যরা। ১১ দফা দাবি বাস্তবায়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা এ কর্মসূচি পালন করেছে। 

আজ বুধবার (৭ আগস্ট) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তারা তাদের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। এ কর্মসূচিতে জেলার ৫ থানা ও ফাঁড়ি এবং পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা অংশ নেন।

দাবিগুলো হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তার বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি; পুলিশ কোনো সরকারের অধীনে কাজ করবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে; পুলিশ কোনো এমপি, মন্ত্রীকে প্রটোকল দেবে না; পুলিশ কোনো সিনিয়র অফিসারকে প্রটোকল দেবে না; পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না; পুলিশের কর্মকর্তারা যেভাবে দ্রুত পদোন্নতি পায়, ঠিক সেইভাবে নিম্ন কর্মচারীদেরও দ্রুত পদোন্নতি ব্যবস্থা করা; পুলিশের ২০ দিনের ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করা; কর্মকর্তাদের মতো সোর্স মানি দেওয়া; প্রতিমাসে ১০ তারিখের মধ্যে টিও বিল নিশ্চিত করা; ঝুঁকিভাতা বৃদ্ধি করা এবং পুলিশ সদস্যের নিজ রেঞ্জে বদলি করা। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ