• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

বন্যার্তদের সহায়তায় ১দিনের বেতন দেবেন বশেমুরবিপ্রবি’র কর্মকর্তারা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪  

বন্যার্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মকর্তারা।

বশেমুরবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সহকারী জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় বশেমুরবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হিরা ও সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসানের উপস্থিতিতে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বন্যাদুর্গত এলাকার মানুষদের সহযোগিতার জন্য একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ