• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফরিদপুরে প্রতারক চক্রের ৭ সদস্য আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে সুনির্দিষ্ট তথ্যের ভিক্তিতে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ২৪টি মোবাইল ফোন ও ৪২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ভোরে মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় বিভিন্ন স্থান থেকে মো. সখিন বিশ্বাস (৩২), বিপ্লব শেখ (২৫), পারভেজ শেখ (২৫), সাখাওয়াত শেখ (২৫), মিঠুন শেখ (২৫), শেখ আবু সাইদ (২২) ও এনামুল হোসেনকে (২৫) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায়, বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা স্বীকার করেন, বিভিন্ন দুর্নীতিপরায়ন মোবাইল সিম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভুয়া নামে সিম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সিমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এজেন্ট) গণের মাধ্যমে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খোলেন।

এরপর তারা দুর্নীতিপরায়ণ ডিএসআরগণের কাছ থেকে অর্থের বিনিময়ে বিকাশ এজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ওইসব ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগণের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস ব্যবহার করে সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়েছে।   

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ