• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাদারীপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে আনন্দমেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলা আমগ্রাম ব্রীজ সংলগ্ন নিম্ন কুমার নদীতে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে শুরু হয়ে নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। 

আর এ নৌকা বাইচকে ঘিরে নদের পাড়ের বাসিন্দারা মেতে ওঠে উৎসবে। বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। নদের পাড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা। বাইচ দেখতে নদীর দু’পাড়ে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে আমগ্রাম ব্রীজ এলাকায় সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। 

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রীজ সংলগ্ন নিম্ন কুমার নদের পাড়ের স্থানীয় পৌর কাউন্সিলদের উদ্যোগে আয়োজন করা হয় মনোমুগ্ধকর এ নৌকা বাইচ প্রতিযোগিতার। এসময় নদীর পাড়ের দু’ধার পরিণত হয় রাজৈর উপজেলাসহ আশপাশের জেলার হাজার হাজার বিনোদনপ্রেমী মানুষের মিলন মেলায়। 

প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে প্রায় ৩২টি নৌকা অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার দলপতির হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ-উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ নৌকা বাইচ। গ্রাম বাংলার শত বছরের চিরচেনা এই নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান সাধারণ মানুষ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ