• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফরিদপুরে ৫৩ জেলে আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জেলা মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ জব্দ করা হয়। শনিবার সকালে আটককৃত জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও বাকি ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া ৬ জন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। 

উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় ও জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সালথা মৎস্য কর্মকর্তা রাজিব রায় ও আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ