• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পাখি শিকারের বিষ খেয়ে শিশুর মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

ফরিদপুরের বোয়ালমারীতে ঘরে রাখা পাখি শিকারের বিষ খেয়ে তাজ শেখ (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

তাজহের বাবা মো. কামরুল শেখ বলনে, ‘আমার ছেলে তাজ ভুল করে রোববার দুপুরে পাখি শিকারের জন্য ঘরে রাখা ফুরাডান বিষ খেলে ফেলে। এতে অসুস্থ বোধ করলে সে বিষয়টি আমাকে জানায়। পরে তাকে চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাজের শারিরিক অবস্থার আরো অবনতি হলে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ছরোয়ার হোসেন জানান, বিষ খেয়ে শিশু তাজের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ