• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভাঙ্গায় প্রতারণার অভিযোগে নারী আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

ভাঙ্গায় প্রতারণার অভিযোগে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুরজাহান বেগমের বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামে। তিনি ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় একটি বাসায় দীর্ঘদিন ভাড়া থাকতেন। 

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল জানান, ওই নারী সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিত্তবান ও সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের টার্গেট করে সুসম্পর্ক গড়ে তুলত। পরবর্তীতে ওই ব্যক্তিদের তাদের ভাড়া করা ফ্ল্যাট বা বাসায় দাওয়াত দিয়ে কৌশলে নিয়ে যেত।

সেখানে সংঘবদ্ধ প্রতারক সদস্যরা টার্গেটকৃত ব্যক্তিদের মারধর, বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাদের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা দাবী করত। টাকা দিতে অস্বীকার করলে তারা ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করা হবে বলে হুমকি দিয়ে অর্থ আদায় করত। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ