• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফরিদপুরে যানজট নিরসনে পুলিশের উচ্ছেদ অভিযান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

ফরিদপুর শহরকে যানজটমুক্ত রাখতে ফুটপাতে অবৈধ ভাবে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ ও রাস্তার দু ধারে পার্কিং করা গাড়ি আটক করছে ফরিদপুর জেলা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ এলাকা আলীপুর মোড়, থানা রোড, নীলটুলী, চকবাজারসহ বিভিন্ন এলাকার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

গত দুই দিন ধরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় ফুটপাত দখলে রাখা ব্যক্তিদের সর্তক করার পাশাপশি রাস্তার ধারে পার্কিং করা গাড়ি ও মালামাল জব্দ করা হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে মামলা। গত দুইদিনে যানজট নিরসন অভিযানে ৪০টি মোটর সাইকেল আটক করা হয় এবং হেলমেট ব্যবহার না করার অপরাধে মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫শ টাকা। 

এদিকে যানজট নিরসনে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী। শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ