• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাজবাড়ীতে চলছে ইজতেমার প্রস্তুতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

আগামী ২, ৩ ও ৪ ডি‌সেম্বর অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে তিন দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজ‌তেমা। বর্তমা‌নে প্যান্ডেল ও মাঠ প্রস্তু‌তের কাজ চল‌ছে।

ই‌তোম‌ধ্যে শেষ হ‌য়ে‌ছে অস্থায়ী ওজুখানা ও টয়‌লেট নির্মা‌ণের কাজ। এছাড়া বিশুদ্ধ পা‌নির জন্য বসা‌নো হ‌য়ে‌ছে টিউবও‌য়েল। ময়দানের পা‌শে রাখা হ‌য়ে‌ছে পা‌র্কিং ব্যবস্থাও।

জানা‌ গে‌ছে, কাকরাইল থে‌কে পাওয়া নি‌র্দেশনা অনুযায়ী ডাক্তার র‌বিউল জাহান সরকার এর তত্ত্বাবধায়‌নে রাজবাড়ী‌তে তি‌ন দিন ব্যাপী ইজ‌তেমার কাজ ক‌রে‌ছেন তাব‌লিগ জামায়া‌তের ১২৫ জন কর্মী। তারা নি‌জেরাই স্বেচ্ছায় বাঁশ, চট, শ্রমসহ আনুসা‌ঙ্গিক সামগ্রী দি‌য়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইজ‌তেমায় ‌জেলা ও প্রতি‌বেশী জেলার প্রতি‌নি‌ধিসহ ২ থে‌কে ৪ হাজার মানুষের আগমন হ‌বে বলে ধারণা করা হচ্ছে। প্রতি‌দিন ফজ‌রের নামা‌জের পর থে‌কে এশার নামাজ পর্যন্ত বয়ান হ‌বে। ৪ ডি‌সেম্বর জোহর নামা‌জের পূর্বে বি‌শেষ বা আখেরী দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হ‌বে রাজবাড়ী জেলা ইজ‌তেমা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ