• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফরিদপুরে হঠাৎ ধ্বসে গেছে ২০ থেকে ২৫টি বাড়ি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১  

কোন রকম কারন ছাড়াই ফরিদপুরের শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদীর পাড়ে ২০ থেকে ২৫টি বাড়ি ধ্বসসহ ওই এলাকার প্রায় বাড়িতে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ে বসবাসরত ওই এলাকার বাসিন্দারা তীব্র ভাঙ্গন আতঙ্কের মধ্যে দিয়ে দিন রাত পার করছেন এই মুহূর্তে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছেন।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে হঠাৎ করেই শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদীর তীরবর্তী এলাকায় ফাটল দেখা দেয়। এরপর একে একে বেশ কিছু বাড়ি ডুবে গেছে ৫ থেকে ১০ ফুট। অনেকে বাড়িঘর অন্যত্র সড়িয়ে নেয়া শুরু করেছেন। এলাকার পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে জানালেও তাদের পক্ষ থেকে এখনো কোন ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় তারা ভাঙ্গন আতঙ্কের মধ্যে দিনপাত করছেন। এখন অতি দ্রুত সরকারের পক্ষ থেকে ওই এলাকা রক্ষায় ভূমিকা নেওয়ার দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ