• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জন সচেতনতা বৃদ্ধিতে কমেছে সড়ক দুর্ঘটনা: কেসিসি মেয়র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

নাগরিককরা সচেতন হয়ে ওঠায় সড়ক দুর্ঘটনা কমেছে বলে দাবি করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, ‌‘সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বেড়েছে। ফলে সড়কে দুর্ঘটনাও কমেছে। দুর্ঘটনা রোধে হেলমেট ছাড়া তেল না দেওয়াসহ বিভিন্ন সময় নেওয়া কৌশলগুলো কার্যকর রাখতে হবে এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ বক্তব্যে কেসিসি মেয়র সড়ক দুর্ঘটনা রোধে মনিটরিং ব্যাবস্থা গতিশীল করা ও যানবাহনের ফিটনেস ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও খুলনা প্রেস ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো. মিরাজ ও গীতা পাঠ করেন তিতাস চক্রবর্তী।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন- বিআরটিএ'র উপ পরিচালক জিয়াউর রহমান। আলোচনা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি সাইফুল হক, খুলনা বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক ম জাভেদ ইকবাল, মোটর বাস মালিক সমিতি খুলনার সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আব্দুর রহিম বকস দুদু, নিসচার এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ