• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পিরোজপুরে পানির ড্রামের ভেতর শিশুর লাশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পানির ড্রামের মধ্য থেকে ৩৩ দিনের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্বশিদ অশত্থকাঠী গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ওই গ্রামের বাসিন্দা সুকান্ত দেবনাথের ৩৩ দিন বয়সী শিশুটির নাম সুবল দেবনাথ। 

স্থানীয়দের ধারনা শিশুটিকে পানির ড্রামের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে।

সুকান্ত দেবনাথের স্ত্রী নমিতা দেবনাথ জানায়, সকাল ১০টার দিকে তিনি শিশু সুবলকে রেখে বাড়ির পাশের খালে পানি আনতে যায়। ফিরে এসে তিনি  সুবলকে দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে ঘরের বারান্দায় একটি পানির ড্রামের মধ্যে সুবলের মৃতদেহ দেখতে পায়। এরপর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায় সুকান্ত দেবনাথের তৃতীয় সন্তান সুবল। ওই ঘরে সুকান্ত ও তার ছোট ভাইর পরিবার বসবাস করে। এলাকাবাসীর ধারনা কেউ না কেউ শিশুাটিকে পানির মধ্যে ফেলেছে। 

থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান জানান, আধা ড্রাম পানির মধ্যে শিশুটিকে পাওয়া যায়। কেউ না কেউ তাকে সেখানে ফেলেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

নেছারাবাদ কাউখালি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (পিপিএম) জানান, ওই নবজাতকের পিতা মাতাসহ চাচা চাচিকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ