• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিবচর মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নাটক অনুষ্ঠান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

মাদারীপুরের শিবচর মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “এইখানে সবখানে” মঞ্চস্থ করা হয়েছে। এয়াড়াও গান, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ২৫ নভেম্বর ছিল মাদারীপুরের শিবচর হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধায় চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিবচর থিয়েটার। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে স্থানীয় শিল্পীদের পরিবশনায় নৃৃত্য, আবৃত্তি, গানসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এরপর শিবচর থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “ এইখানে সবখানে” মঞ্চস্থ হয়। শাহীন রহমানের রচনায় নাটকটি নির্দেশনা করেছেন তৌহিদুল ইসলাম খান। এসময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মুক্তিযুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খান, শিবচর প্রেসক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, মাদারীপুর জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি প্রমূখ উপস্থিত ছিলেন। শিবচর থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার হাসান খান রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ইমাম হোসেন লিটু।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ