• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মোংলা বন্দরে সরাসরি রাশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

সরাসরি রাশিয়া থেকে মোংলা বন্দরে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল। মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত দেড়টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজ। জাহাজে ২ হাজার ১৬ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘ইন্টারপোর্ট সি লিমিটেড’র খুলনার ম্যানেজার অসিম কুমার সাহা জানান, গত ১৮ ফেব্রুয়ারি রূপপুরের পণ্য নিয়ে জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্স বার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর গত রাতে আসা ২ হাজার ৯২ প্যাকেজের ২ হাজার ১৬ মেট্রিক টন মেশিনারি পণ্য বুধবার (০৫ এপ্রিল) সকাল থেকেই খালাস চলছে। আগামী ৫/৬ দিনের মধ্যে জাহাজের সম্পূর্ণ পণ্য খালাস হবে। এরপর এগুলো সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে গত ৭ মার্চ রাশিয়া থেকে এসেছে ৫২৫ প্যাকেজের ১ হাজার ২ শ মেট্রিক টন মেশিনারি পণ্য। তবে সে পণ্য এ বন্দরে এসেছিল ভারত হয়ে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ