• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যুবকের হাত-পা বেঁধে মৎস্য ঘেরে ফেলে ইজিবাইক ছিনতাই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

অভয়নগরে যুবকের হাত পা বেঁধে মৎস্য ঘেরে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালককে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে অভয়নগর ছোট সুন্দলী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতনল ইউনিয়নের খানপুর গ্রামের নুর ইসলামের ছেলে নুরনবী (১৬) মনিরামপুর কালীবাড়ি রোডে ইজিবাইক চালানোর সময় ২ মেয়ে ও ২ ছেলে এসে সুন্দলী যাওয়ার কথা বলে গাড়ি রিজার্ভ ভাড়া নেয়। পরে তারা কৌশলে তাকে জুসের মধ্যে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে অজ্ঞান করে। এরপর হাত-পা ও মুখ বেঁধে মাছের ঘেরে ফেলে দেয়। এসময় ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নুর নবীকে উদ্ধার করে। তার অবস্থা আশংকাজনক হলে তাকে সুন্দলী বাজারের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নুরনবীর ভাই শরিফুল ইসলাম বলেন, ঘের থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থা নুর নবীকে উদ্ধার করে অভয়নগর সুন্দলীর স্থানীয়রা। নুরনবী ভাড়ায় ইজিবাইক চালাতো।

চিকিৎসক জানান, চেতনানাশক ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান করা হয়েছে। আর কিছুক্ষণ দেরি হলে নুরনবীকে বাঁচানো সম্ভব হতো না।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি জেনেছি। তার পরিবারে পক্ষ থেকে মামলা দায়েরের কথা বলা হয়েছে। আমাদের টিম মাঠে কাজ করছে। অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ