• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ডাবের দোকানে অভিযান, পিসপ্রতি দাম কমলো ৭০ টাকা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

ফরিদপুর শহরে ভ্রাম্যমাণ ডাবের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান চলাকালে প্রতিপিস দামের দাম ৬০-৭০ টাকা কমে গিয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনেসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, সকাল থেকে যে দামে ডাব বিক্রি হচ্ছিল অভিযান শুরু হলে সে দাম অনেকটা কমে যায়। তখন ১৫০ টাকার ডাব বিক্রি করা হয় ৮০ টাকা ও ১০০ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি করে বিক্রেতারা।

এদিকে অভিযানের খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ ভ্যানে যারা ডাব বিক্রি করছিলেন, এমন কয়েকজন ব্যবসায়ী তাদের ভ্যান ফেলে পালিয়ে যান।

ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘ডাবের দাম অতিরিক্ত নেয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। তদারকির পাশাপাশি ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। অভিযান অব্যাহত থাকবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ