• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিরলস কাজ করে চলছেন বঙ্গবন্ধু কন্যা’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  স্বাধীন হওয়ার পর একমাত্র তিনিই শত বাধা-বিপত্তি সামলে দেশকে এগিয়ে নিতে শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করছেন। অতীতের কোনো সরকার এমন ভূমিকা রাখতে পারেনি।’

সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএমবিঘাট এলাকায় নদীভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ এসব কথা বলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে জীবন দেবনাথ আরও বলেন, ‘আমরা চাই, বঙ্গবন্ধুর জন্মস্থান ফরিদপুর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক। এ জেলার কোনো মানুষ বেকার বা কর্মহীন থাক, সেটি চাই না। আগামীতে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে পারলে সারাদেশের উন্নয়নের সঙ্গে ফরিদপুরও শীর্ষে যাবে। আর এক্ষেত্রে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা কৃষক লীগের সহ-সভাপতি প্রফেসর আবুল কাশেম, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা, পূজা উদযাপন কমিটির নেতা শংকর সাহা, আলম শেখ প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ