• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের কোরআন বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে বরগুনায় মাদ্রাসা পড়ুয়া শিশু ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছে বরগুনা জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে বরগুনা পৌর শহরের ইসলামিয়া (থানা) মাদ্রাসার শিশু ও এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

 দোয়া ও কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে ইসলামিয়া (থানা) মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বরগুনা জেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্মদিনে কোমলমতি মাদ্রাসা পড়ুয়া এতিম ও হাফেজ শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও কোরআন শরিফ উপহার দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ