• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যশোরে বাসে আগুন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩  

যশোরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে শহরের মনিহার এলাকায় পরিবহন শ্রমিক সমিতি অফিসের অদুরে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই খবর পেয়ে যশোরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে বাসটির বেশিরভাগ অংশ ভস্মিভূত হয়ে গেছে। রাত আনুমানিক ১১ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বাসে অগ্নিকাণ্ডের সংবাদে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন ঘটনাস্থলে আসেন।এ ব্যাপারে তিনি আরও অফিসারদের সাথে নিয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে আগুন কি কারনে লাগলো বা আগুন লাগিয়ে থাকলে কারা লাগিয়েছে এখনো তা পরিষ্কার নয়। অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা এবং ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন জানিয়েছেন, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। কোন নাশকতাকারী ঘটনা ঘটালে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মনিহার এলাকার শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ কর্মকর্তারা কথা বলছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ