• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

মোংলায় গুরুত্বপূর্ণ স্থাপনায় কোস্ট গার্ডের টহল জোরদার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় টহল জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিমজোন। দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর বলে কোস্টার্ডের পক্ষথেকে জানানো হয়েছে। জনগণের জানমাল রক্ষা সহ বিভিন্ন ধর্মালম্বির ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মোংলা কেন্দ্রিয় মন্দির পরিদর্শনে এসে মন্দিরের পুরোহিত ও মন্দির কমিটির নেতাদের সাথে কথাবলা শেষে উপস্থিত গনমাধ্যম কর্মীদের এসকল তথ্য জনান কোস্টগার্ডের লেঃ কমান্ডার আবিদ বিন মনজুর।

এসময় তিনি আরো বলেন, নদীপথে বিভিন্ন লাইটার-জাহাজে চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন গুরত্বপূর্ণ স্থাপনা যেমন: মোংলা পোর্ট, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

খুলনা ও মোংলা উপকূল বাসীর যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪৪৯৯৯) যোগাযোগ করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ